যদি না পারি! জীবনের কোনও না কোনও পর্বে এই ভয়ের মুখোমুখি দাঁড়াতে হয় প্রত্যেককে। সফলতার সিঁড়িতে দাঁড়িয়ে যেন আরও বেশি গ্রাস করে ব্যর্থতার ভয়। অর্জিত সাফল্য ধরে রাখতে পারা নিয়ে এক তীব্র লড়াই চলে নিজের সঙ্গে। সেই সঙ্গে থাকে পারিপার্শ্বিকতার চাপ। পরিবারের প্রত্যাশা। ক্রমশ বাড়তে থাকে ব্যর্থ হওয়ার আশঙ্কা।
প্রত্যাশা পূরণের এই লড়াইটা আরও কঠিন হয় পড়ে ‘লোকে কী বলবে’ তার ভয়ে। এই লোকের ভয়ে মরি-বাঁচি সফল হতে চাওয়ার কিছু সমস্যা নিয়েই রবিবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক এবং ইউটিউবে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানের এটি ছিল পঞ্চম পর্ব। এ পর্বের বিষয় ‘যদি ব্যর্থ হই’।
অনুত্তমা বললেন, ‘‘শুধু ব্যর্থ হলেই ব্যর্থতার ভয় জন্ম নেয় না। সফল হলেও সে ভয় থাকে। প্রথম স্থানটিও পরিবর্তনশীল। আজকে যিনি প্রথম হচ্ছেন কাল অন্য এক জন প্রথম হতে পারেন। এক জনের পক্ষে সব সময় শীর্ষ স্থান দখল করা সম্ভব হয় না’’।