আনন্দবাজার অনলাইনের ইউটিউব এবং ফেসবুকের অনুষ্ঠান ‘লোকে কী বলবে! সঙ্গে অনুত্তমা’-র তৃতীয় পর্বের বিষয় ছিল ‘বিয়ে করিসনি কেন?’ একটি বয়সের পর বিয়ে করা আর না করা নিয়ে যে কত সমস্যার সম্মুখীন হতে হয় এক এক জনকে, সে সংক্রান্ত নানা অভিজ্ঞতার কথা ইতিমধ্যেই ই-মেলে পৌঁছে গিয়েছিল মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তেমনই কিছু প্রশ্ন এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা শুরু করেন অনুত্তমা। কারও কথায় উঠে আসে বিয়ে না করার কারণে বাবা-মায়ের দুশ্চিন্তার কথা, কেউ বা আবার জানান পরিবারের চাপের মুখে পড়ে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে কী সমস্যায় পড়েছেন, সে কথা। সকলের সঙ্গে সে সব অভিজ্ঞতার চিঠি ভাগ করে নেন মনোবিদ। মনে করান, বিয়ে করেই যে সব সমস্যার সমাধান হয়ে যায়, সে কথা ভাবার কোনও কারণ নেই। বরং নতুন কোনও সমস্যার সূত্রপাতও ঘটতে পারে একটি বিয়ের কারণে। ফলে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ের মতো কোনও সম্পর্কে জড়িয়ে পড়ার আগে নিজের মত দৃঢ় ভাবে প্রকাশ করতে পারা জরুরি।