অতি-দক্ষিণপন্থী বলে পরিচিত বোলসোনারোকে হারিয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বর্ষীয়ান বামপন্থী রাজনীতিক লুলা দা সিলভা। জয়ের খবর আসার পরেই লুলা ব্রাজিলের জাতীয় পতাকার একটি ছবি টুইট করে লেখেন ‘গণতন্ত্র’। জানান, ‘খণ্ডিত’ ব্রাজিলে ‘শান্তি এবং একতা’ ফিরিয়ে আনা আশু প্রয়োজন। বোলসোনারো অবশ্য এই ফলাফল মানতে চাননি । তাঁর দাবি, নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে লুলাকে শুভেচ্ছা জানিয়েছেন।