প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
ভোটের মরসুম শুরু হতে না হতেই শিরে সংক্রান্তি! লোকসভার সেমিফাইনালে কংগ্রেসের ভরাডুবি। রাজস্থান হাতছাড়া। মধ্যপ্রদেশে হার। ছত্তীসগঢ়ে ক্ষমতায় এল বিজেপি। গহীন অন্ধকারে একমাত্র রুপোলি রেখা তেলঙ্গানা। সেখানে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতিকে হারিয়ে ক্ষমতায় কংগ্রেস। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর দল যখন নিজেদের হারের ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে তখনই লোকসভার দামামা বাজিয়ে বসল তৃণমূল। কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন। রবিবার, ‘ছুটির দিন’, ‘শীত শীত ভাব’, হাসি মুখে দেওয়ালে তুলি বোলালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মানিকতলায় সুকিয়া স্ট্রিটে নিজের এলাকার দেওয়ালে কুণাল ঘোষ লিখলেন, ‘আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন’। ভোটে কংগ্রেসের ভরাডুবির জন্য ‘জমিদারিপনা’কে দায়ী করলেন কুণাল। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যভিত্তিক কর্মসূচি নেওয়ার যা পরামর্শ দিয়েছেন, সেগুলো মানতে হবে। সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ই বিরোধী মুখ। ইন্ডিয়া জোট এখনও সম্ভব। মমতা মডেলকে সামনে রেখেই সারা দেশে বিজেপিকে হারানো যাবে।”