প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত
দোকানে দোকানে গ্রাফিতি করা ‘ট্রাইবাল’ বা ‘আমাদের দোকান’। স্থানীয় কুকি যুবক বলছেন, “যাতে সংঘর্ষের সময় এই দোকানগুলোয় ভাঙচুর না করা হয়, তাই এ ভাবে চিহ্নিত করা।” জেলার নাম নিয়েও দ্বন্দ্ব দুই জনগোষ্ঠীর মধ্যে। চূড়াচাঁদপুর নামে আপত্তি কুকিদের। তাঁরা চান এই জেলা পরিচিত হোক লম্কা নামে। জাতিহিংসা বিধ্বস্ত মণিপুরে ‘আমরা-ওরা’-র ছবি আনন্দবাজার অনলাইনে।