প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুবর্ণা
তৃণমূলের অন্দরে ‘নবীন বনাম প্রবীণ’ দ্বন্দ্ব বেশ কিছু দিন ধরেই শিরোনামে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, “কেউ যদি ভাবেন দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না, তা হলে দলটা ক্রমশ সিপিএমের বৃদ্ধতন্ত্রের দিকে এগিয়ে যাবে।” পাল্টা তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টে প্রবীণ আইনজীবীদের উদাহরণ দিয়ে জানান, কর্মক্ষমতাই হল আসল। বয়স নয়। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার তৃণমূলের কর্মিসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই দ্বন্দ্ব মেটাতেই বলেছেন, “পুরনো চাল ভাতে বাড়ে। নতুন চাল আগে বাড়ে। আমার দু’টোই দরকার।” যে কোনও চাকরিতেই অবসরের নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, রাজনীতিকদের ক্ষেত্রে কি এই যুক্তি খাটে না? জনতার মতের খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।