জম্মু-কাশ্মীরের সনাতনী শিল্প ‘নমদা’ বছর দু’য়েক আগেও হারিয়ে যেতে বসেছিল। লোকজন এর সম্ভাবনা সম্বন্ধে ওয়াকিবহাল হলেও কারিগর পাওয়া যেত না। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার ‘স্কিল ইন্ডিয়া’ প্রকল্পের হাত ধরেই ফের আলোয় ‘নমদা’। জম্মু-কাশ্মীরের ৬টি জেলা থেকে প্রায় ২২০০ শিল্পীরা এই প্রকল্পে প্রশিক্ষণ নেন।