উত্তরে বৃষ্টির ঘাটতি নেই, আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি না হলেও সমস্যা নেই উত্তরের। কিন্তু দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস মোটেই স্বস্তির নয়, এমনই জানালেন কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ধান চাষের জন্য প্রয়োজনীয় যে পরিমাণ বৃষ্টি, তার দেখা নেই দক্ষিণে। ফলে সমস্যায় পড়বেন চাষীরা। তাপমাত্রার যেমন হেরফের হবে না, তেমনই আর্দ্রতাও একই থাকবে, জানাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।