Swasthya Bhavan Abhijan

‘উৎসবে ফিরছি না’, ‘মস্তিষ্ক’ হাতে স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র চিকিৎসকেরা

স্বাস্থ্য ভবনে ‘সাফাই অভিযানে’ যাচ্ছেন তাঁরা, এমনটাই মত আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৯
Share:
Advertisement

সুপ্রিম কোর্ট বলেছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফিরতে। সোমবার রাতেই জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছিলেন, দাবিদাওয়া না মেটা পর্যন্ত তাঁরা কাজে ফিরছেন না। পাল্টা পাঁচ দফা দাবি মেটানোর জন্য রাজ্য সরকারকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত সময় দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই পাঁচ দফা দাবি নিয়েই সল্টলেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট। লালবাজার অভিযানের মতো এ বারও প্রতীকি প্রতিবাদ— তবে এ বার আর মেরুদণ্ড নয়, মস্তিষ্কের অনুকৃতী নিয়ে মিছিল করছেন ডাক্তারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement