DurgaPuja

কলকাতার বুকে একটুকরো জঙ্গলমহল, ঝাড়গ্রাম থেকে উদ্বোধন হল রামমোহন সম্মিলনীর পুজোর

কলকাতার বুকে একটুকরো জঙ্গলমহল। জঙ্গলকন্যাদের জীবন, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে মণ্ডপে তুলে ধরতে চান রামমোহন সম্মিলনীর পুজো উদ্যোক্তারা। এ বার তাঁদের পুজোর থিম এমনই চমকপ্রদ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৭:১৫
Share:
Advertisement

জুড়ে গেল মহানগরী কলকাতা এবং জঙ্গলমহলের শহর ঝাড়গ্রাম। ১৮০ কিলোমিটার দূরে থাকা এই দুটি শহরকে জুড়ে দিল কলকাতার একটি পুজো। এ বার ৭৮ বছরে পা দিচ্ছে কলকাতার রামমোহন সম্মিলনীর পুজো। সেই পুজোর এ বারের থিম ‘জঙ্গলকন্যা’। শনিবার সেই থিমের উদ্বোধন হল ঝাড়গ্রাম থেকে। অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জঙ্গলমহলের বাসিন্দারা।

শনিবার সেই জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়ে উদ্বোধন করা হল সেই থিমের। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জঙ্গলমহলের মেয়ে তথা এ রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা। ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে ধামসা-মাদল বাজিয়ে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল থিমের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement