Rath Yatra

মাহেশের মন্দির উন্নয়নে মমতার ১০ কোটি, ‘চাইলে সাহায্য করতে পারে কেন্দ্রও’, আশ্বাস লকেটের

মন্দিরের উন্নয়নে চাইলে কেন্দ্রও সাহায্য করতে পারে, রথযাত্রায় এসে আশ্বাস দিয়ে গেলেন লকেট চট্টোপাধ্যায়।

প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ১৯:৪৪
Share:
Advertisement

পর্যটন কেন্দ্র হিসাবে আরও উন্নত করতে হবে শ্রীরামপুরের মাহেশকে। ২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর থেকেই কাজ শুরু। জগন্নাথ মন্দিরের উন্নয়নকল্পে দেওয়া হয় ১০ কোটি টাকা। মন্দির পুনর্নির্মাণ করে শুরু হয় সৌন্দার্যায়নের কাজ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, “মন্দিরের অনেক কাজ হয়েছে। ১০ কোটি টাকা দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও দেওয়া হবে। মূল কাজ হয়ে গিয়েছে, আরও অনেক পরিকল্পনাই আছে।” প্রথম বার মাহেশে এসে ‘খুশি’ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কর্তৃপক্ষ যে ভাবে মাহেশের মন্দিরকে রেখেছে এবং পরিষেবা দিচ্ছে তা নিয়ে হুগলির সাংসদের কোনও অভিযোগ নেই। তবে আগামী দিনে মাহেশ মন্দিরের উন্নয়নে চাইলে কেন্দ্রেও সাহায্য করতে পারে, রথযাত্রায় এসে আশ্বাস দিয়ে গেলেন লকেট চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement