Night Duty

নাইট শিফ্টে ‘না’ বললে কাজ কমে যাবে না তো? সরকারি নিদান, রাত-সুরক্ষা ও এক আইটি কর্মীর প্রশ্ন

আরজি কর-কাণ্ডের পর রাতের কর্মস্থলে নারী সুরক্ষা নিশ্চিত করতে নাইট ডিউটি থেকে মেয়েদের অব্যাহতি দেওয়ার বিধান দিয়েছে রাজ্য সরকার। কী বলছেন নাইট শিফ্ট-জাগা আইটি সেক্টরের মহিলা কর্মীরা?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ২১:২৪
Share:
Advertisement

আরজি করের সেই রাতের পর তৎকালীন অধ্যক্ষ নাকি বলেছিলেন, 'ওই তরুণী চিকিৎসক অত রাতে একা একা কী করছিলেন?' সেই মন্তব্যের প্রতিবাদেই 'রাত দখলে'র ডাক দিয়েছিলেন মেয়েরা। লক্ষ লক্ষ মেয়ের রাগের সাক্ষী থেকেছিল ১৪ অগস্টের রাতের রাজপথ। তার তিন দিন বাদেই, রাতের কর্মস্থলে নারী সুরক্ষার নিদান দিতে গিয়ে সরকার বলেছিল, “যথা সম্ভব নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক মেয়েদের।” কিন্তু যাঁদের রাতেই কাজ করতে হয়? বিদেশের ক্লায়েন্টের জন্য কাজ করা আইটি সংস্থাগুলোয় কাজ করা মহিলারা? নাইট ডিউটির ওই নিদান কি কর্মক্ষেত্রে এমনিতেই পিছিয়ে থাকা মেয়েদের আরও পিছিয়ে দেবে না?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement