আরজি করের সেই রাতের পর তৎকালীন অধ্যক্ষ নাকি বলেছিলেন, 'ওই তরুণী চিকিৎসক অত রাতে একা একা কী করছিলেন?' সেই মন্তব্যের প্রতিবাদেই 'রাত দখলে'র ডাক দিয়েছিলেন মেয়েরা। লক্ষ লক্ষ মেয়ের রাগের সাক্ষী থেকেছিল ১৪ অগস্টের রাতের রাজপথ। তার তিন দিন বাদেই, রাতের কর্মস্থলে নারী সুরক্ষার নিদান দিতে গিয়ে সরকার বলেছিল, “যথা সম্ভব নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক মেয়েদের।” কিন্তু যাঁদের রাতেই কাজ করতে হয়? বিদেশের ক্লায়েন্টের জন্য কাজ করা আইটি সংস্থাগুলোয় কাজ করা মহিলারা? নাইট ডিউটির ওই নিদান কি কর্মক্ষেত্রে এমনিতেই পিছিয়ে থাকা মেয়েদের আরও পিছিয়ে দেবে না?