গাজ়ায় ইজ়রায়েলি হামলা চলছেই। রমজ়ানের মাসে নিহত প্যালেস্টাইনিদের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। যার মধ্যে ১৮০ জনেরও বেশি শিশু, নাবালক, নাবালিকা নেতানিয়াহুর হুঙ্কার, গাজ়ায় হামাসকে নিকেশ করতে ভয়ঙ্কর যুদ্ধে নেমেছে ইজ়রায়েলি সেনা। ইজ়রায়েলি হানার নিন্দা ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ফরাসি প্রেসিডেন্ট আর জর্ডনের রাজার। উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের বিদেশ মন্ত্রক। আমেরিকা অবশ্য নেতানিয়াহুর পাশেই।