প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
গার্ডেনরিচে দুর্ঘটনার পর থেকেই বিভিন্ন দলের নেতানেত্রীদের যাতায়াত লেগে আছে। বুধবার সকালে ঘটনাস্থলে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুরসভার মেয়র এবং স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তোপ দাগলেন নওশাদ। তাঁর দাবি, ‘কাটমানি’ দিয়ে অবৈধ নির্মাণ হয়েছে এলাকায়, যার ভাগ পেয়েছেন স্থানীয় কাউন্সিলর থেকে পুর প্রশাসনের মাথারা। স্থানীয় কাউন্সিলরের সঙ্গে অভিযুক্ত প্রোমোটারের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নওশাদের অভিযোগ, প্রশাসনের অজান্তে কিছুই হয়নি। মেয়রকেও ছাড় দেননি তিনি। তাঁর সংযোজন, “যদি সত্যই ভুল শোধরাতে চান, তা হলে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুন মেয়র।”