ISC

ISC Result: বাবা বন্ধ কারখানার শ্রমিক, দারিদ্র জয় করে মেয়ে আইএসসিতে দেশে তৃতীয়

অভাব-অনটনের সংসারে বড় হওয়া মেহেলির স্বপ্ন, ভবিষ্যতে এমবিবিএস পড়বে। ডাক্তার হয়ে সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াবে।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ২০:৫৩
Share:
Advertisement

ডানকুনির ভাদুয়ার বাসিন্দা অজিত ও দীপা ঘোষের একমাত্র মেয়ে মেহেলি আইএসসিতে ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে গোটা দেশে তৃতীয় হয়েছে। মেহেলির পড়াশোনা শ্রীরামপুরের হোলি হোম স্কুলে। বাবা কাজ করতেন ডানকুনিরই একটি ব্যাটারি কারখানায়। বছরখানেক আগে আগুন লেগে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বেকার। দাদু বহু দিন আগে বন্ধ হয়ে যাওয়া হিন্দমোটর কারখানার কর্মী ছিলেন। অভাব-অনটনের সংসারে বড় হওয়া মেহেলির স্বপ্ন, ভবিষ্যতে এমবিবিএস পড়বে। ডাক্তার হয়ে সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement