প্রতিবেদন: স্রবন্তী ও প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর ও সুমন, সম্পাদনা: সুব্রত
বাঙাল উচ্চারণ মানেই কি হাসির খোরাক? কলকাতার পরিশীলিত বাংলা উচ্চারণের চেয়ে কি ও পারের টান শুনতে বেশি মিষ্টি লাগে? তাঁর কাছে ভালবাসার ভাষা কী? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আড্ডায় অভিনেত্রী ও পরিচালক মানসী সিংহ।