সম্পাদনা: বিজন
হার দিয়ে বছর শেষ। ২ টেস্টের সিরিজে ১-০ পিছিয়ে ভারত। দ্বিতীয় টেস্টেও হারের অর্থ, সিরিজ হাতছাড়া। ড্র করতে হলে নিউল্যান্ডসে জিততেই হবে। নতুন বছরের শুরুতে তাই জয় চাই-ই চাই ভারতের। এই পরিস্থিতিতে একাদশ নিয়ে ধন্দে রোহিত শর্মা। ফ্যানদের জন্য সব থেকে বড় স্বস্তির খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফিরছেন বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা। ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দুল ঠাকুরকে দলে রাখা নিয়ে গভীর ভাবনায় রাহুল দ্রাবিড়ও। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধবেন যশস্বী জয়সওয়াল। তিনে শুভমন গিল এবং চারে অবশ্যই বিরাট কোহলি। পাঁচে শ্রেয়স আয়ার এবং ছয়ে থাকছেন শতরান করা লোকেশ রাহুল। নিউল্যান্ডসে তিনিই থাকছেন উইকেটের পিছনে। যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ, দু’জনেই দলে থাকছেন। চার পেসার নিয়ে খেললে অবধারিত ভাবে বাদ পড়তে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন আবেশ খান এবং মুকেশ কুমার দু’জনেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ:
১. রোহিত শর্মা (অধিনায়ক)
২. যশস্বী জয়সওয়াল
৩. শুভমন গিল
৪. বিরাট কোহলি
৫. শ্রেয়স আয়ার
৬. লোকেশ রাহুল (উইকেট কিপার)
৭. রবীন্দ্র জাডেজা
৮. যশপ্রীত বুমরা
৯. মহম্মদ সিরাজ
১০. আবেশ খান
১১. মুকেশ কুমার