Asia cup

এশিয়া কাপ ফাইনালে ভারত, রবিবার ফের দেখা হবে পাকিস্তানের সঙ্গে?

শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে চলতি এশিয়া কাপের ফাইনালে ভারত।

সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলম্বো শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৫
Share:
Advertisement

হাতে রয়েছে বাংলাদেশ ম্যাচ, তার আগেই ফাইনালের টিকিট পাকা। মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। প্রেমদাসায় ‘লো স্কোরিং’ ম্যাচে ভারতের কাছে ৪১ রানে হারল ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ শ্রীলঙ্কা। যার সুবাদে এই নিয়ে অষ্টমবারের জন্য এশিয়া কাপ ফাইনালে ভারত। এশিয়া কাপে সাফল্যের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। পরিসংখ্যানের নিরিখে এই প্রতিযোগিতায় পাকিস্তানের পারফরম্যান্স তুলনামূলকভাবে খারাপই। ৩৯ বছরের ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ৫ বার এশিয়া কাপ ফাইনাল খেলেছে পাকিস্তান। তার মধ্যে মাত্র দু’বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। তবে মঙ্গলবার ভারতের জয়ে মঙ্গল হয়েছে পাকিস্তানের। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেই এ বার ফাইনাল খেলার সুযোগ পাবে পাকিস্তান। আর হারলে আরও একবার ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা। যদিও ভারতীয় ফ্যানরা চাইছেন, বিগত চার দশকে যা ঘটেনি, তা এবার হোক। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল, এক বুক আশা নিয়ে অপেক্ষায় ‘ব্লু আর্মি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement