বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারাল ভারত। বিরাট জয় এনে দিলেন কোহলি। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস। তাঁর ঝুলিতে ৬টি চারের সঙ্গে ৪টি ছয়। যোগ্য সঙ্গত হার্দিকের। এদিন টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমকে ফিরিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ‘মেন ইন ব্লু’। যদিও শান মাসুদ এবং ইফতিকর আহমেদের সৌজন্যে ভারতের সামনে ১৬০ রানের লক্ষ্যমাত্রা রাখে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই রোহিত এবং রাহুলকে হারিয়ে ধাক্কা খায় ভারত। মেলবোর্নে দলকে ম্যাচে ফেরায় বিরাট-হার্দিক জুটি। রুদ্ধশ্বাস ম্যাচ গড়ায় শেষ ওভারে। প্রয়োজন ছিল ১৬ রান। ৪ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নিল ভারত।