Lok Sabha Election 2024

সীতারামের প্রস্তাব খারিজ, মমতার দেওয়া নামেই সায়, লোকসভায় মোদীর বিরুদ্ধে লড়বে ‘ইন্ডিয়া’

২৬ বিরোধী দলের মহাজোটের নামকরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৬:২৪
Share:
Advertisement

বিদায় ইউপিএ। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে জন্ম নিল ‘ইন্ডিয়া’। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, আম আদমি পার্টি, জনতা দল (ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল, এনসিপি, শিবসেনা, সমাজবাদী পার্টি, সিপিআই, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআইএম লিবারেশন-সহ মোট ২৬টি দল মিলে তৈরি হল ‘মহাজোট’। যার নামকরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ‘প্রগ্রেসিভ পিপলস অ্যালায়েন্স’, ‘ইন্ডিয়ান পিপলস ফ্রন্ট’ এবং ‘পিপলস অ্যালায়েন্স ফর ইন্ডিয়া’— এই তিন নাম নিয়ে আলোচনা হলেও তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়নি। সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য ছিল, যেহেতু একাধিক রাজ্যে জোটের শরিকরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে তাই সর্বভারতীয় মহাজোট থেকে ‘অ্যালায়েন্স’ শব্দ বাদ দেওয়া হোক। কিন্তু তা মানা হয়নি। ‘ইন্ডিয়া’, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই নাম সব শরিকের সমর্থন পেতেই, নামকরণে আনুষ্ঠানিক সিলমোহর দেন রাহুল গান্ধী। বেঙ্গালুরুর বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়ে যায়, আগামী নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে লড়বে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement