প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সুব্রত
মঙ্গলবার দশমীর দিন টাকিতে ইছামতী নদীতে বিসর্জন হয়ে গেল। আগে এ পারের মতোই, ও পারের বাংলাদেশ থেকে প্রতিমা আসত ইছামতীর বুকে ভাসানের জন্য। পড়শি দেশের নৌকার সঙ্গে বিজয় দশমীর সৌহার্দ্য বিনিময় করতেন এ পারের কার্তিক, বিনয়েরা। এখন দু’দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর কড়াকড়িতে আর আগের মিলমিশ নেই। ইছামতীর দশমীর রংও তাই ফিকে।