প্রতিবেদন: প্রচেতা
পাঁচে পাঁচ। হাতে ছাঁকা ১০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি বিশ্বকাপ আয়োজক ভারত। স্বাভাবিক কারণেই বিশ্বকাপ জয়ী ব্রিটিশ দলের সামনে খাতায় কলমে এগিয়ে ভারতীয় একাদশ। তার অন্যতম কারণ, চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্স। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ব্রিটিশ দল। হারতে হয়েছে নেদারল্যান্ডস, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের কাছে। হেরে পয়েন্ট হাতছাড়া হয়েছে জস বাটলারদের। এখনও পর্যন্ত তাঁদের একমাত্র জয় এসেছে শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে। এ দিকে ঘরের মাঠে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ভারত। এমনকি বরাবরের কিউউ কাঁটাও এ বার আর বাঁধা হয়নি। লক্ষ্য তাড়া করে সফল ভারত। লখনউয়ে প্রথমবার প্রথমে ব্যাটিং, সেমিফাইনালের আগে নিজেদের শক্তিসমর্থ পরখ করে নেওয়ার আরও একটি সুযোগ পেল টিম ইন্ডিয়া।