Kolkata Doctor Rape and Murder
হাতে হাত রেখে মানববন্ধনে সারি সারি মানুষ, প্রতিবাদের স্বরে ‘কল্লোলিত মহানগর কলকাতা’
সোদপুর থেকে শ্যামবাজার ১৫ কিমি দীর্ঘ রাস্তা জুড়ে মানবশৃঙ্খল। রথতলার মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে। রবিবার সন্ধ্যায় আরজি করের ঘটনার প্রতিবাদে সপরিবারে পথে নেমেছেন মানুষ।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৩
আরজি করের
ঘটনার প্রতিবাদে মানববন্ধনের ডাক, সেই ডাকে সাড়া দিয়ে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত রাস্তার ধারে হাতে হাত ধরে দাঁড়িয়ে সারিবদ্ধ মানুষ। এমনই দৃশ্যের সাক্ষী থাকল রবিবারের রাত। সমাজের সর্বস্তরের মানুষ শামিল হয়েছেন এই মানববন্ধনে। সোমবার আরজি কর
মামলার শুনানি সুপ্রিম কোর্টে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর অতিক্রান্ত এক মাস,
সেই রাতেই অভূতপূর্ব
প্রতিবাদের স্বরে ‘কল্লোলিত
মহানগর কলকাতা’।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)