প্রতিবেদন: প্রচেতা
মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের অবস্থানের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। সোমবার থেকে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারি বৃষ্টিপাতের সম্ভবনা। মঙ্গলবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতায় আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গে এবারের বৃষ্টিপাতের ঘাটতি কিছুটা মিটতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।