সম্পাদনা: সৈকত
উৎসবের মধ্যেই বিষাদের সুর। কোনও ওষুধেই হজম হচ্ছে না হার। একশো চল্লিশ কোটির স্বপ্নভঙ্গে বাড়ছে ‘হতাশা’। রবিবার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর এক দিনের গণছুটি ঘোষণা গুরুগ্রামের এক বেসরকারি সংস্থার। বিশ্বকাপ আয়োজনে আরও একাধিক সংস্থার মতোই যুক্ত ছিল সংশ্লিষ্ট সংস্থাও। গোটা ক্রিকেট পার্বণ জুড়ে চলেছে একাধিক প্রজেক্ট। একশোর উপরে মিটিং করেও যেখানে কোনও ক্লান্তি ছিল না, তা এক বারেই বদলে গেল দেশের হারে। সংস্থার কর্মীদের মনোবল চাঙ্গা করতে অভিনব পদক্ষেপ কর্ণধারের। বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের ‘শোক’ কাটিয়ে উঠতে সংস্থার কর্মীদের এক দিনের ছুটির ঘোষণা। ইমেল করে এইচআর মারফৎ এই বার্তা আসতেই আপ্লুত কর্মীরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই খবরের কথা জানাজানি হতেই গুরুগ্রামের ওই সংস্থাকে বাহবা দিচ্ছে নেটপাড়া।