প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: সুব্রত
দুর্গাপুজোয় এবার রাজ্য সরকারের পাশাপাশি সম্মান দিচ্ছে রাজ ভবন। রাজভবনে পূর্বনির্ধারিত ঘোষণা মতোই ‘মিশন কলাক্রান্তি’র উদ্বোধন করেন রাজ্যপাল। সম্মান দেওয়া হয় পন্ডিত অজয় চক্রবর্তীকে। গার্ডেনরিচ শিপবিল্ডার্স ও ইঞ্জিনিয়ারসকে দেওয়া হয় ‘দুর্গা ভারত পরম সম্মান’। চন্দ্রযানের সাফল্যের জন্য সম্মানিত করা হয় ইসরোকে। এছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কেও বিশেষ সম্মান প্রদান করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে দুর্গা পুজোর আবহে রাজ্যপাল তাঁর বাংলা বার্তায় জানান রাজ্যের দুর্নীতি ‘রক্তবীজের ন্যায়’ ছড়িয়ে পড়েছে। মা দুর্গা যেমন অসুর নিধন করেছিলেন, তেমনিই এই দুর্নীতিরও অবসান ঘটাতে হবে।