প্রতিবেদন: প্রচেতা
হাই কোর্ট মে মাসে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকার সম্প্রতি সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। সরকারি কর্মীদের একাংশের দাবি, নানা খাতে খরচের বোঝা সামলাতে সামলাতে রাজ্যের ভাঁড়ার কার্যত শূন্য। এই অবস্থায় বকেয়া ডিএ দিতে গেলে রাজ্য সরকার আর্থিক সংকটে পড়বে। ইতিমধ্যে ৪৩০০০ পুজো কমিটিকে ২৫৮ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এই অবস্থায় বকেয়া ডিএ-র দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা অব্দি মিছিল করলেন সরকারি কর্মী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ২৭টি সংগঠন।