Rally

পথে নামলেন সরকারী কর্মী ও শিক্ষকেরা, দাবি বকেয়া ডিএ

মিছিলে অংশ নেওয়া এক সরকারি কর্মী জানান, ডিএ নিয়ে সরকারের টালবাহানার পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ১৫:১০
Share:
Advertisement

হাই কোর্ট মে মাসে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকার সম্প্রতি সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। সরকারি কর্মীদের একাংশের দাবি, নানা খাতে খরচের বোঝা সামলাতে সামলাতে রাজ্যের ভাঁড়ার কার্যত শূন্য। এই অবস্থায় বকেয়া ডিএ দিতে গেলে রাজ্য সরকার আর্থিক সংকটে পড়বে। ইতিমধ্যে ৪৩০০০ পুজো কমিটিকে ২৫৮ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এই অবস্থায় বকেয়া ডিএ-র দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা অব্দি মিছিল করলেন সরকারি কর্মী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ২৭টি সংগঠন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement