ভিডিয়ো সৌজন্যে পিটিআই, সম্পাদনা: সুব্রত
প্রায় একশো বছর ধরে পাঠকের সমাদর পেয়ে এসেছে গোরখপুরের গীতা প্রেসের ‘রামচরিতমানস’। জানুয়ারিতে রামমন্দির উদ্বোধনের আগে তুঙ্গে পৌঁছেছিল ওই বইয়ের চাহিদা। গীতা প্রেসের ভান্ডারে ফুরিয়ে যায় বই। নবনির্মিত মন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’র এক মাস বাদেও ‘রামচরিতমানসে’র চাহিদা কমার কোনও লক্ষণ নেই। পাঠকের ঘরে ঘরে তুলসীদাসকে পৌঁছে দিতে ৯ কোটি টাকা খরচ করে বিদেশ থেকে ছাপার যন্ত্র আনাচ্ছে গীতা প্রেস।