আজি এই বসন্তে কত ফুল ফুটে। গোলাপের রক্তিম লাল নয়। প্রেম দিবসে উজ্জ্বল হলুদে মেতেছে জ়েন জ়ি। হাতে হাতে ঘুরছে সূর্যমুখী ফুল।
গ্রিক পুরাণে সূর্যমুখী ফুলের সঙ্গে সূর্যের দেবতা অ্যাপোলোর যোগ। রোমান ইতিহাসেও সূর্যমুখীর উল্লেখ। খ্রিস্টানদের কাছে সূর্যের সঙ্গে সূর্যমুখীর মিল বেঁচে থাকার প্রতীক। বৌদ্ধ ধর্মে, সূর্যমুখীকে পবিত্র বলে মনে করা হয়।