প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
গার্ডেনরিচকাণ্ডে পুর ইঞ্জিনিয়ারদের শো কজ় এবং পরবর্তীতে বদলি করার প্রতিবাদে কলকাতা পুরসভায় বিক্ষোভ দেখালেন বামপন্থী ইঞ্জিনিয়ারদের একাংশ। নেতৃত্বে পুর ইঞ্জিনিয়ারদের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস। বিক্ষোভকারীদের অভিযোগ, গার্ডেনরিচকাণ্ডে আসল অপরাধীদের আড়াল করতে ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁরা প্রশাসনেরই অঙ্গ, তাই তাঁরা মেয়রের সঙ্গেই আছেন। এটা বলার পাশাপাশি বিক্ষোভরত ইঞ্জিনিয়ারদের দাবি, মেয়রের বক্তব্যে ও পদক্ষেপে তাঁদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। “পুরসভার প্রকল্পের যিনি ফিতে কেটে হাততালি কুড়োন, তাঁকেও ব্যর্থতার দায় নিতে হবে,” ফিরহাদকে কটাক্ষ করতে ছাড়ছেন না পুরসভার বামপন্থী ইঞ্জিনিয়ারদের একাংশ।