১০ কোটি থেকে কমে ফলোয়ার হল ১০ হাজারেরও কম, ফেসবুকে ফলোয়ার কমল খোদ মার্ক জুকেরবার্গের। মঙ্গলবার রাত পর্যন্ত যেখানে ফেসবুক স্রষ্টার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ছিল ১০০ মিলিয়ন, রাতারাতি তা কমে হল ৯ হাজার ৯৯৩। এই সমস্যা কি কেবলই মার্ক জুকেরবার্গের একার? না, গোটা বিশ্বজুড়েই চলছে ফলোয়ার ‘ফল’।
‘মেটা’-র তরফে এখনই আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না থাকলেও, মনে করা হচ্ছে অতীতের মতো প্রযুক্তিগত বিভ্রাটই এর কারণ। যদিও ওয়াকিবহালমহলের একাংশের দাবি, ভুয়ো বট অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার কারণেই এই সমস্যার উৎপত্তি। নিউজউইকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক ২০২২ সালের জুন মাসেই ১.৪ বিলিয়ন ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছে। বিগত ৩ মাসে বন্ধ করে দেওয়া হয়েছে ১.৬ মিলিয়ন ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। যদিও সারাদিনের বিভ্রান্তি শেষে পুরনো ফলোয়ার ফিরিয়ে দিল ফেসবুক।