প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন
ভারতে বিশ্বকাপ। কলকাতায় ম্যাচ ৫টি। ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে বাড়ছে উত্তাপ। জার্সির বাজারও গরম। ফুটবল বিশ্বকাপের তুলনায় ক্রিকেটে উন্মাদনা কম হলেও বিরাট কোহলির ১৮ নম্বর নীল জার্সিতে ছেয়ে গিয়েছে বিধান মার্কেট। আড়াইশো থেকে তিনশো টাকার জার্সির বিক্রি ময়দান মার্কেটে সব থেকে বেশি। ভাল কাপড়, উজ্জ্বল রঙ দেখেই জার্সি কিনছেন ক্রেতারা। বিক্রেতারাও আশাবাদী, ভারত বিশ্বকাপের ফাইনালে উঠলে জার্সির চাহিদা বাড়বে তিন গুণ। গরম থেকে সরগরম হবে বাজারও।