প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
দোরগোড়ায় ‘বিশ্বযুদ্ধ’। দামামা বেজে গিয়েছে। তৈরি রণক্ষেত্র। ভোল বদলেছে ক্রিকেটের নন্দন কানন। ইডেনে প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তার আগে বাঙালি মেতে উঠবে দুর্গোৎসবে। এর মধ্যেই প্রস্তুত ঝাঁ-চকচকে স্টেডিয়াম। অত্যাধুনিক ব্যবস্থাসম্পন্ন স্টেডিয়ামে আসন সংখ্যা অপরিবর্তিত থাকলেও নতুন করে সাজানো হয়েছে কর্পোরেট বক্স, সাংবাদিক সম্মেলনের ঘর, খেলোয়াড়দের সাজ ঘর, ফুডকোর্ট। শৌচালয় নিয়ে যাতে দর্শকদের কোনও অভিযোগ না থাকে তার জন্য পুর্ননিমাণ করা হয়েছে একাধিক শৌচালয়। বিশ্বকাপে ৫টি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স। যার মধ্যে রয়েছে একটি সেমি ফাইনাল ম্যাচ ও একটি ভারতের ম্যাচ। টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে। টিকিটের অভাবের কথা স্বীকার করে নিচ্ছেন খোদ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।