ED Raids

নিয়োগ দুর্নীতির ‘লিঙ্কম্যান’ প্রসন্ন রায়ের বাড়িতে ইডি তল্লাশি, অভিযান মোট ৭ জায়গায়

শহরের ৭ জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ১২:৩৫
Share:
Advertisement

এসএসসি নিয়োগ দু্র্নীতি তদন্তে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকাল থেকেই ‘লিঙ্কম্যান’ প্রসন্ন রায়ের অফিস, বাড়ি ছাড়াও একাধিক সহযোগীর ডেরায় হানা দিয়েছে ইডি। ভোর থেকে তল্লাশি অভিযান চলছে প্রসন্ন রায়ের নিউটাউনের ফ্ল্যাটে। সূত্রের খবর, এ দিন সকাল থেকে শহরের সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি দুর্নীতি মামলায় আপাতত জামিনে ‘মুক্ত’ প্রসন্ন রায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। সম্প্রতি রাজ্যের আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযানে গিয়েছেন গোয়েন্দারা। কয়েকদিন আগেই যেমন ইডি তল্লাশি অভিযান চালিয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে। সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে তদন্ত অভিযান চলাকালীন মোতায়েন থাকছে বাড়তি নিরাপত্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement