প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
৭৭ বছরে পড়ল সেন বাড়ির দুর্গা পুজো। দেশভাগের সময় রসিক সেনগুপ্ত বরিশাল থেকে পরিবার নিয়ে চলে আসেন কলকাতায়। ল্যান্সডাউন মার্কেটের উল্টোদিকের এক চিলতে বাড়িতে ঠাঁই হয় সেন পরিবারের। সঙ্গে এসেছিলেন বাড়ির দুর্গাও। ও পারের প্রায় দুশো বছরের পুরনো পুজো। সেই পুজো বন্ধ হয়ে যায় দেশভাগের পর। এ পারে নতুন করে শুরু হয় পুজো। কালের নিয়মে সব বদলে গেলেও নিয়মনীতি একই আছে।