প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সুব্রত
ইছামতীতে বিসর্জনে প্রশাসনের কড়াকড়ি। বাংলাদেশ থেকে ‘অনুপ্রবেশ’ রুখতে তৈরি নৌকার ব্যারিকেড। নজরদারিতে সীমান্তরক্ষী বাহিনীও। তার সঙ্গে দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত টহলদারিতে থাকলেন উত্তর ২৪ পরগনার উচ্চপদস্থ আধিকারিকেরা। দুর্ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিপর্যয় মোকাবিলা দলকে। ইছামতীর উপর অস্থায়ী সীমান্ত বরাবর নিরপত্তার তদারকি চলল স্পিড বোটে। মঙ্গলবার টাকির বিসর্জন ঘাটে ছোট, বড় মিলিয়ে ২০ থেকে ২৫টি প্রতিমা নিরঞ্জন হয়। কয়েকটি প্রতিমা ইছামতীবক্ষে প্রদক্ষিণও করে। তবে বাংলাদেশ থেকে এ বার কোনও প্রতিমা নৌকা করে এসে ইছামতীতে বিসর্জন হয়নি।