প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
নিম্নচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়াযী, এই মূহুর্তে নিম্নচাপের অবস্থান ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি। তবে নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ছে না বঙ্গে। জলীয়বাষ্পপূর্ণ বাতাসের প্রভাবে রাজ্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৬ সেপ্টেম্বর থেকে কমবে বৃষ্টি। ফের ১৮ থেকে ২০ সেপ্টেম্বর আবার বৃষ্টি বাড়বে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা।