West Bengal Panchayat Election 2023
ভাঙড় থেকে বসিরহাট, রাজ্যপালের কনভয় ছুটল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
ভোটগণনার দিন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে সি ভি আনন্দ বোস গেলেন ভাঙড়, বসিরহাট হয়ে দেগঙ্গা।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৮:০৬
তিনি নিজেকে ‘গ্রাউন্ড জ়িরো রাজ্যপাল’ বলেন। তিনি মনে করেন তিনি মানুষের রাজ্যপাল, তাই রাজভবনে নয় মানুষের মধ্যে থেকে কাজ করতে চান। আর সেই কারণেই নির্বাচনের ফলাফলের দিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রথমে গেলেন ভাঙড়। তার পরে তাঁর কনভয় ছুটে চলল বসিরহাট হয়ে দেগঙ্গা। আর রাজ্যপালের এই সফরে সঙ্গী হল আনন্দবাজার অনলাইন।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)