প্রতিবেদন: সুদীপ্তা
বদল নয়, এ বার ‘বদলা’। ২০০৩ সালের অপমানের বদলা চান ফিরহাদ হাকিম। চেতলায় নিজের ক্লাবে জায়েন্ট স্ক্রিনে খেলা দেখছেন মেয়র। জিতলে রাতে ‘খাওয়াদাওয়া’। কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামের প্রথম দশ ওভার নিয়ে ভীষণই চিন্তিত ‘ববিদা’। চেয়ারে বসেই পা কাঁপছে তাঁর। নিজে চেয়েছিলেন ভারত আগে ব্যাট করুক। রোহিত শর্মা টসে হারলেও কামিন্সের সৌজন্যে ব্যাটে ভারতই। মনেপ্রাণে চান, ভারত চারশো করুক। ‘ভাল ব্যাটিং, ভাল ফিল্ডিং করলেই ম্যাচ আমাদের’, বলছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি আত্মবিশ্বাসী আজকের ম্যাচেও দেখা যাবে ‘শামি ম্যাজিক’।