প্রতিবেদন: প্রচেতা
২০০৩ সালে জোহানেসবার্গে টুকরো টুকরো হয়ে কাচের গুঁড়োর মতো হয়েগিয়েছিল ভারতের স্বপ্ন। বছর ২০ আগে সে বার দক্ষিণ আফ্রিকা থেকে ভাঙা হৃদয় নিয়ে ফিরেছিলেন এক বাঙালি। হাত ছিল তাঁর খালি। সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায় অভিনয়ের হাসি হেসে বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া ভাল খেলে জিতেছে’। সব দিয়েও রাহুল দ্রাবিড়ের ঝুলি ছিল শূন্য। দুই দশক পর ছবিটা বদলানোর সুযোগ এসেছে। ফ্ল্যাশব্যাক থেকে সাদাকালো ফ্রেমগুলোর ধুলো ঝেড়ে চুনকাম করার মতো নীল রঙ করার সময় এসেছে। এটাই শ্রেষ্ঠ সময় ভারতের বিশ্বকাপ জেতার। রাহুল দ্রাবিড়ের হাতে বিশ্বকাপ, আর ভিআইপি বক্স থেকে করতালিতে বন্ধুকে অভিবাদন জানাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইন্দোরের ডান হাতি আর বেহালার বাঁ হাতির এই ‘শ্রেষ্ঠ’ যুগলবন্দি দেখার অপেক্ষায় কলকাতা। পারবে, রোহিতের ভারত পারবে এই বিরাট অসম্ভবকে সম্ভব করতে— এই কামনাতেই যজ্ঞের মহা আয়োজন আহিরীটোলায়। সবরমতীর তীরে আমদাবাদের আনন্দসুর বইছে গঙ্গাপারের কলকাতায়ও।