India at World Cup Final

বিরাট-কামনায় উড়ল ফানুস! ফাইনালের আগে ভারতীয় দলকে আকাশপথে শুভেচ্ছাবার্তা পাঠাল কলকাতা

রবিবার আমদাবাদে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তার আগে, শুক্রবার ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে ফানুস উড়ল কলকাতায়।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ১৮:৫৪
Share:
Advertisement

মাঝে আর মাত্র এক দিন। তার পরেই বোঝা যাবে তৃতীয় বারের জন্য ভারত ঘরে বিশ্বকাপ তুলতে পারে কি না। ছুটির দিনে জমাটি ম্যাচ, ইতিমধ্যেই খেলা দেখার নানা তোড়জোড় চলছে শহর জুড়ে। উন্মাদনার রবিবারের ম্যাচে ভারতের জয় কামনা করে ফানুস ওড়ালেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা। বিগত ৬০ বছর ধরে ফানুস তৈরি করেন উত্তর কলকাতার প্যারীমোহন শীল লেনের বাসিন্দা পিকে মল্লিক। এ দিনের ১৫ ফুট উচ্চতার ফানুসটিও তৈরি করেছেন তিনিই। বিরাট-রোহিতের জন্য শুভেচ্ছাবার্তা-সহ, জাতীয় পতাকার রঙে রাঙানো সেই ফানুস ওড়ানোর সাক্ষী থাকল শুক্রবার বিকেলের কলকাতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement