crack

বৈদ্যবাটিতে খালের পাশে বাড়িতে ফাটল, উদ্বেগে বাসিন্দারা

স্থানীয় বাসিন্দা প্রদীপ্ত নাথ, শেখ বাবুল, আখতারি বিবিদের অভিযোগ, চলতি বছরের শুরুর দিকে সেচ দফতর খাল সংস্কার করে। তখনই খালের মাটি কাটা হয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ২০:৩৪
Share:
Advertisement

বৈদ্যবাটি খালের পাশে একাধিক বাড়িতে ফাটল! উদ্বেগে বাসিন্দারা। বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের খড়পাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে খাল পাড়ের বাড়িগুলিতে ফাটল দেখা গিয়েছে। বাড়ির দেওয়ালে, মেঝেতে ফাটল ধরেছে। আতঙ্কিত বাসিন্দারা পুরসভার দ্বারস্থ হন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সেচ দফতর। স্থানীয় বাসিন্দা প্রদীপ্ত নাথ, শেখ বাবুল, আখতারি বিবিদের অভিযোগ, চলতি বছরের শুরুর দিকে সেচ দফতর খাল সংস্কার করে। তখনই খালের মাটি কাটা হয়েছে। তার পর থেকে খাল পারে ভাঙন বাড়ছে। সংলগ্ন বাড়িতে ফাটল ধরেছে। বেশ কয়েকটি পরিবার অন্য জায়গায় সরে গিয়েছে। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো জানিয়েছেন, প্রায় ১৪টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। জেলা প্রশাসনকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার এলাকা পরিদর্শন করেছেন সেচ দফতরের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement