প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র। ১৪ দিনের ইডি হেফাজতের পর বুধবার তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। তার আগে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। ইডির তরফে আইনজীবী ফিরোজ এডুলজি সংশোধনাগারের সেলে বা ওয়ার্ডে সুজয়কৃষ্ণ ভদ্রের গতিবিধির সিসিটিভি ভিডিয়ো সংরক্ষণের জন্য আবেদন করেছেন। কেন সংশোধনাগারের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা প্রয়োজন এই প্রশ্নের উত্তরে বিচারককে আলাদা করে নিজেদের প্রয়োজনের কথা জানান ইডির আইনজীবী। এরপর বিচারক জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, সংশোধনাগারে সুজয়কৃষ্ণের গতিবিধি যেন ক্যামেরাবন্দি করা হয়। শুধু তাই নয়, সংশোধনাগারে কারা তাঁর সঙ্গে দেখা করতে আসেন তাও যেন ভিডিয়ো আকারে সংরক্ষিত করা হয়।