Mamata Banerjee

গাড়িতে আচমকা ব্রেক! কপালে সামান্য চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে গাড়ি আচমকা ব্রেক কষায় কপালে সামান্য আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান থেকে ফিরে সরাসরি মুখ্যমন্ত্রী চলে যান নবান্নে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ১৬:৩৪
Share:
Advertisement

বর্ধমান থেকে সভা করে ফেরার পথে জখম মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে চোট লেগেছে তাঁর। এ দিন হেলিকপ্টারে চেপে বর্ধমানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পূর্ব ঘোষিত কর্মসূচি সেরে হেলিকপ্টারেই ফেরার কথা ছিল তাঁর। তবে খারাপ আবহাওয়ায় দৃশ্যমানতা কম থাকার কারণে তিনি সড়কপথে ফেরার সিদ্ধান্ত নেন। সেই মতো কনভয়ে চেপে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। জিটি রোড হয়ে ফেরার জন্য কনভয় চলতেও শুরু করে। আচমকাই ব্রেক। নিজেকে নিয়ন্ত্রণ করার আগেই মাথায় চোট লাগে তাঁর। মাঠ থেকে জিটি রোডের উচ্চতা কিছুটা উঁচু হওয়ার কারণেই এই বিপত্তি হয়ে থাকতে পারে। অতীতে একবার জলপাইগুড়িতে সভা করতে গিয়েও কোমর এবং হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement