PM Narendra Modi

রাজভবনে মোদী-মমতা সাক্ষাৎ, শুধুই প্রোটোকল, না কি প্রাক্‌-নির্বাচনী বৈঠক

আরামবাগের সভা সেরে রাজভবনে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ১৮:১৪
Share:
Advertisement

রাজভবনে এসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে ফাইল নিয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্ন সূত্রে মোদী-মমতা সাক্ষাৎকারকে প্রোটোকল রক্ষা বলেই ব্যাখ্যা করা হচ্ছে। যদিও তা মানতে নারাজ বিরোধী শিবির। মোদীর সঙ্গে মমতার ওই বৈঠক নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরামবাগেই তিনি বলেন, “রাজভবনে প্রধানমন্ত্রীর পা ধরতে যাচ্ছেন! কিন্তু এ সব করে কোনও লাভ হবে না।” আরামবাগের সভায় সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। রাজভবনে এই সাক্ষাৎকার শুধুই কি সৌজন্য, না কি প্রাক্‌-নির্বাচনী বৈঠক? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement