প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুবর্ণা
জ্বালানির বর্ধিত দামের সঙ্গে সাযুজ্য রেখে ভাড়া বাড়াতে হবে। গাড়িচালকদের ‘কেস দেওয়া’ বন্ধ করতে হবে সিভিক ভলান্টিয়ারদের। কলকাতায় সব অ্যাপ ক্যাব সংস্থাগুলির অফিস খুলতে হবে। এ রকম একাধিক দাবি নিয়ে রাজপথে নামল সিটু সমর্থিত ‘কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটরস অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন’। দুপুরে গণেশচন্দ্র অ্যাভিনিউ ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে পথ অবরোধ করেন সংগঠনের কর্মীরা। রাস্তায় সার দিয়ে দাঁড় করিয়ে রাখা হয় অ্যাপ ক্যাবগুলি। যানজটের ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীদের তরফ থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিকের সঙ্গে দেখা করে তাঁদের দাবি সম্মিলিত একটি প্রতিবাদপত্র জমা দেয়।