Manipur Violence

মেইতেই-কুকি সীমান্তের গ্রাম, কেমন আছে কুলবুং?

চূড়াচাঁদপুরে পাহাড়ের উপরে ছোট্ট গ্রাম কুলবুং। কুকিদের এই গ্রামের পাশেই মেইতেইদের গ্রাম। মে-র শুরুতে চলেছে গুলিগোলাও।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৩ ১২:৫০
Share:
Advertisement

পাহাড়ের পাকদন্ডী বেয়ে ছোট্ট কুকি গ্রাম কুলবুং। আড়াইশো লোকেরও বাস কিনা সন্দেহ। পাশেই বয়ে চলেছে শীর্ণ পাহাড়ি নদী, যার ও পারে মেইতেইদের গ্রাম। মে থেকে শুরু হওয়া জাতিসংঘর্ষের ব্যাকরণ মানলে, কুলবুং একটি ‘সীমান্ত গ্রাম’। মে-র শুরুতেও অবিরত গোলাগুলি চলেছে দু’দিকেই। আইডি বিস্ফোরণে আহত হয়েছেন আসাম রাইফেলসের এক জওয়ানও। এক সময়ে প্রতিবেশী দুই গ্রামের জুড়ে ছিল বন্ধুত্বের সুতোয়, গত তিন মাসের হিংসায় তার জায়গা নিয়েছে সন্দেহ আর ভয়। আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে কুলবুঙের গ্রামপ্রধান হুঁশিয়ারি দিচ্ছেন, “ওরা যদি কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে আমরা ওদের মারতেও রাজি। দা-লাঠি যা পাব তা নিয়েই লড়ে যাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement