প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
পাহাড়ের পাকদন্ডী বেয়ে ছোট্ট কুকি গ্রাম কুলবুং। আড়াইশো লোকেরও বাস কিনা সন্দেহ। পাশেই বয়ে চলেছে শীর্ণ পাহাড়ি নদী, যার ও পারে মেইতেইদের গ্রাম। মে থেকে শুরু হওয়া জাতিসংঘর্ষের ব্যাকরণ মানলে, কুলবুং একটি ‘সীমান্ত গ্রাম’। মে-র শুরুতেও অবিরত গোলাগুলি চলেছে দু’দিকেই। আইডি বিস্ফোরণে আহত হয়েছেন আসাম রাইফেলসের এক জওয়ানও। এক সময়ে প্রতিবেশী দুই গ্রামের জুড়ে ছিল বন্ধুত্বের সুতোয়, গত তিন মাসের হিংসায় তার জায়গা নিয়েছে সন্দেহ আর ভয়। আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে কুলবুঙের গ্রামপ্রধান হুঁশিয়ারি দিচ্ছেন, “ওরা যদি কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে আমরা ওদের মারতেও রাজি। দা-লাঠি যা পাব তা নিয়েই লড়ে যাব।”