প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত
আট মাসের অন্তঃসত্ত্বা। কুকিরা আসছে শুনে ৩ মে-র রাতেই ছুট লাগিয়েছিলেন। গোটা রাস্তা ভয়ে আলোও জ্বালাতে পারেননি। সেনাক্যাম্প, ত্রাণশিবির হয়ে শেষ পর্যন্ত পৌঁছেছেন ইম্ফলের এই ইউথ হোস্টেলে। ইম্ফল শহরে কাংলা দুর্গ থেকে মিনিট পাঁচেক দূরত্বে খুমন লাম্পাক এলাকার এই ইউথ হোস্টেলটি এখন ত্রাণশিবির। তবে ইম্ফলের বাকি ত্রাণশিবিরের সঙ্গে এর তফাৎ আছে, এখানে শুধুই অন্তঃসত্ত্বা মহিলাদের ঠাঁই হয়েছে। আর আছেন সেই সব মায়েরা, যাঁরা সদ্য সন্তানের জন্ম দিয়েছেন। সকলেই মেইতেই। ডাক্তার, ওষুধ বা প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করছেন স্বেচ্ছাসেবকেরাই। রাতবিরেতে হাসপাতালে যেতে হলেও হাজির তাঁরা। আবাসিকেরা জানাচ্ছেন ভালই আছেন এই ক্যাম্পে। কিন্তু বাড়ি কবে ফিরবেন? আর সন্তানের ভবিষ্যৎ? কপালের ভাঁজে ভাঁজে জমে আশঙ্কার মেঘ।