মঙ্গলবার কলকাতা হাই কোর্ট আরজি কর-কাণ্ডের তদন্তভার দিয়েছে সিবিআইয়ের হাতে। কলকাতা পুলিশ মামলার সমস্ত নথিপত্র হস্তান্তরিত করেছে সিবিআইয়ের হাতে। গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঘটনায় অভিযুক্তকেও। বুধবার সকাল থেকেই তৎপরতা দেখা যায় সিবিআই শিবিরেও। যদিও অভিযুক্তের স্বাস্থ্যপরীক্ষা করাতে গিয়ে রীতিমতো হোঁচট খেতে হল সিবিআইকে। কথা ছিল, জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কিন্তু, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সেখানেও চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এই খবর পেয়ে সিবিআই মাঝরাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে চলে যায় আলিপুরের কমান্ড হাসপাতালে। কিন্তু সেখানেও করানো যায়নি ধৃতের স্বাস্থ্যপরীক্ষা। শেষ পর্যন্ত রেল পরিচালিত বিআর সিংহ হাসপাতালে ধৃতের স্বাস্থ্যপরীক্ষা করানো সম্ভব হয়।