প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম
দশ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি, মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমকে পুর নিয়োগ দুর্নীতিতে বিভিন্ন প্রশ্ন সিবিআইয়ের, খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের। অবশেষে সন্ধ্যায় মেয়রের চেতলার বাড়ি ছাড়েন সিবিআই দল। রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ চেতলার বাড়িতে যান সিবিআই অধিকারিকেরা। তারপর দশ ঘণ্টা পার করে সন্ধ্যায় বেরোন তাঁরা। ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী ক্ষোভ উগরে দেন। তার কিছুক্ষণের মধ্যেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফিরহাদ। স্ত্রী ও কন্যাকে পাশে বসিয়ে ক্ষুব্ধ ফিরহাদ বলেন, ‘‘আমি কি চোর? এতদিন সমাজ সেবা করছি, কেন এতো হেনস্থা? পরিবারকে কেন জড়ানো হচ্ছে? আজকে আমার ভাইয়ের শ্রাদ্ধ, আমাকে যেতে দেওয়া হল না।’’ তিনি আরও বলেন, ‘‘রাজীব গান্ধীর মতো হয়তো মারা যাওয়ার পর বিচার পাব। কে অয়ন শীল জানি না।’’